Wednesday, February 1, 2017
শিশুর অ্যান্টিবায়োটিক কোর্স কমানো মারাত্মক ক্ষতিকর
শিশুর বিভিন্ন রোগে চিকিৎসকরা প্রায়ই অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করার পর তা নির্ধারিত মাত্রা পর্যন্ত গ্রহণ করা উচিত।
এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হলে তা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অ্যান্টিবায়োটিক অত্যন্ত সংবেদনশীল ওষুধ। তাই এটি প্রয়োগের ব্যাপারে চিকিৎসক ও রোগী উভয়কেই সতর্ক থাকা উচিত বলে জানিয়েছেন গবেষকরা। এক্ষেত্রে মনে রাখা উচিত, অত্যন্ত প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়।
অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা শুরু হলে তা সম্পূর্ণ কোর্স শেষ করা উচিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যথায় মাঝপথে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিলে তা শিশুর মারাত্মক ক্ষতি করে। এতে এমনকি জীবাণুগুলো আগের তুলনায় শক্তিশালী হয়ে ওঠে এবং এক পর্যায়ে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে।
সম্প্রতি মার্কিন এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারের (ইউপিএমসি) এ গবেষণায় ৫২০ জন শিশুর ওপর অনুসন্ধান পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের বয়স ছিল নয় থেকে ২৩ মাস। গবেষকরা জানান, শিশুদের একটি বিশেষ সংক্রমণ বিষয়ে তারা অনুসন্ধান চালান। এতে তাদের নির্দিষ্ট মাত্রার অ্যান্টিবায়োটিক দিয়ে তার দৈর্ঘ্য পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, অল্প সময়ের মধ্যে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করলে তা প্রায়ই রোগটি সম্পূর্ণ নির্মূল করে না। পরবর্তীতে এ রোগটি আবার বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও থেকে যায়। আর রোগটি পরবর্তীতে সে অ্যান্টিবায়োটিকে প্রায়ই সারে না।
এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment