Saturday, February 25, 2017
ওষুধের মিশ্রণ ক্যান্সার ঠেকাবে
একা থাকলে নিরীহ! কিন্তু দুইয়ে মিলে হয়ে উঠতে পারে ঘাতক রোগের ওষুধ। ডায়াবেটিসের ওষুধ মেটফরমিন ও হাইপারটেনশনের ওষুধ সাইরোসিঙ্গোপিনের মিশ্রণ সম্পর্কে এমনই তথ্য জানালেন বিজ্ঞানীরা।
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বাসেলের একদল বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে, ওই দুই ওষুধের যোগফল ক্যান্সার কোষের বাড়বৃদ্ধি ঠেকিয়ে দিচ্ছে। গবেষণাপত্রটি ছাপা হয়েছে বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ। তাতে দাবি করা হয়, লিউকেমিয়ার রোগীদের রক্তের নমুনায় প্রয়োগের পাশাপাশি গবেষণাগারে লিভার ক্যান্সারে আক্রান্ত ইঁদুরের ওপরে ওই ‘কম্বিনেশন ড্রাগ’ প্রয়োগ করে সুফল মিলেছে।
ডায়াবেটিস প্রতিরোধে মেটফরমিন প্রথম সারির ওষুধ। বিশেষজ্ঞরা জানান, ওই ওষুধ দেহে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমায়। ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে স্তন, ইউটেরাইন, কোলরেকটাল ও থাইরয়েড ক্যান্সারের প্রবণতা বাড়ে। তাই যারা মেটাফরমিন খেয়ে ওই প্রতিরোধ ক্ষমতা আটকে দেয়, স্বাভাবিকভাবে তাদের ক্যান্সারের প্রবণতা খানিকটা কমে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, মেটফরমিনের ক্যান্সারপ্রতিরোধী চরিত্রের কথা এখন জোরালোভাবে শোনা যাচ্ছে। এটা জানার পর ডায়াবেটিক ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই ওষুধ বিশেষভাবে চালু রাখা হচ্ছে। তবে সাইরোসিঙ্গোপিনের ক্যান্সারপ্রতিরোধী বৈশিষ্ট্য সম্পর্কে এখানকার চিকিত্সকরা তেমন ওয়াকিবহাল নন। এ গবেষণার পর অনেকেই মানছে, সাইরোসিঙ্গোপিন ও মেটফরমিনের মিশ্রণে ক্যান্সারবিরোধী লড়াই আরো সহজ হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment