Monday, February 6, 2017
সুস্থ থাকতে ধনে পাতা
১। ধনে পাতার রস খেলে যে অর্শ থেকে রক্ত পড়ছে তার উপশম হয়।
২। ধনে পাতা বেটে সেই রস পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে ফোঁটা ফোঁটা চোখে সকাল ও সন্ধ্যেবেলা দিলে চোখের ব্যথায় উপকার হয়।
৩। ধনে পাতার রস বায়ু নাশ করে ও খিদে বাড়িয়ে দেয়। তাই এই পাতা খেলে শরীর ঝরঝরে বা তরতাজা থাকে।
৪। বসন্ত রোগে ধনে পাতার রস চোখে দিলে চোখে বসন্তের গুচি বেরোয় না।
৫। ধনে পাতা চিবিয়ে সেই পাতা দিয়ে দাঁত মাজলে দাঁঁতের মাড়ি দৃঢ় বা মজবুত হয়। দাঁঁতের ঢিলে মাড়ি শক্ত হয়ে যায় এবং রক্তপড়া বন্ধ হয়।
রান্নায় অত্যাধিক ধনে পাতার ব্যবহার ভাল নয়। বলা হয় বেশি ধনে পাতার রস পেটে গেলে রকিশক্তি কমে যায়, দৃষ্টিশক্তি লোপ পায়, মাথা ঘুরতে থাকে, মনে চাঞ্চল্য উপস্থিত হয় এবং হাত-পা ঠান্ডা হয়ে যায়। অবশ্য সাধারণত যে পরিমাণে ধনে পাতা খাওয়া হয় তাতে এসব অসুখের আশঙ্কা থাকে না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment