Thursday, February 9, 2017
শরীর সুস্থ রাখতে তেঁতুল পাতা
আজ তেঁতুল ও তেঁতুল পাতার কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করবো:
১। কচি তেঁতুল পাতা সেদ্ধ করে সেই জল খেলে পেটের অসুখ সারে।
২। কচি তেঁতুলের পাতা বেটে জলে মিশিয়ে খেলে আমাশয় ও পিত্তের জন্যে যে জ্বর হয় সেই জ্বর ও প্রমেহ (যৌনব্যাধি) সারে।
৩। তেঁতুল পাতার পুঁটলি বেঁধে চোখে বুলিয়ে দিতে থাকলে চোখ-ওঠায় আরাম পাওয়া যায়।
৪। তেঁতুলের দশ-বারোটি বীজ জলে ভিজিয়ে ওপরের খোসা ফেলে দিন। দুধে সাদা বীজের শাঁস পিষে নিন। প্রতিদিন সকালে এই শাঁস খেলে শরীর বলবান হবে।
৫। তেঁতুলের বীজের চূর্ণ ও হলুদ গুড়োঁঁ ঠান্ডা জলে মিশিয়ে পান করলে বসন্ত রোগ হয় না অর্থাৎ এটা হাম-বসন্ত ও জলবসন্তের প্রতিষেধক।
৬। তেঁতুল জলে গুলে ছেঁকে নিয়ে চিনি মিশিয়ে পানা তৈরি করে খেলে লু বা গরম লাগার কষ্ট দূর হয়।
৭। তেঁতুলের শাঁস জলে গুলে ছেঁঁকে নিয়ে লবণ মিশিয়ে পান করলে মলের বেগ আসে - অর্থাৎ পায়খানা পরিস্কার হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment