Thursday, January 12, 2017
কাঁধের ব্যথাও হৃদরোগের আগাম বার্তা
আপনি যদি কাঁধের সমস্যায় ভোগেন, তবে এর কারণ শুধু শারীরিক ধকল না-ও হতে পারে। নতুন এক গবেষণা প্রতিবেদন বলছে, হৃদ্রোগের উপসর্গের কারণেও আপনি এ সমস্যায় পড়তে পারেন। আজ বুধবার আইএএনএসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
গবেষণায় নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটাহ স্কুল অব মেডিসিনের প্রফেসর কার্ট হেগম্যান বলেন, ‘যদি কেউ কাঁধের অস্থিসন্ধির সমস্যায় ভোগেন, তবে তা ওই ব্যক্তির শরীরের অন্য সমস্যার ইঙ্গিত দেয়। কাঁধের এ সমস্যায় ভোগা ব্যক্তিদের হৃদ্রোগের ঝুঁকির উপসর্গগুলো নিয়ন্ত্রণ জরুরি।’
এই গবেষণার জন্য গবেষকেরা ১ হাজার ২২৬ জন দক্ষ শ্রমিককে বেছে নেন। ওই শ্রমিকদের কাছ থেকে পাওয়া তথ্য পরীক্ষা করে গবেষকেরা দেখেছেন, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টরেল এবং ডায়াবেটিসসহ যাঁদের শরীরে হৃদ্রোগের উপসর্গ বেশি, তারা সবচেয়ে বেশি কাঁধের সমস্যায় ভুগছেন।
গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে যাঁদের কাঁধের অস্থিসন্ধিতে সমস্যা নেই, তাঁদের তুলনায় যাঁদের সমস্যা রয়েছে, তাঁদের হৃদ্রোগের অন্য উপসর্গের মাত্রা ৪ দশমিক ৬ গুণ বেশি। আর কাঁধের অস্থিসন্ধির মাংসপেশির সঙ্গে যুক্ত মোটা তন্তুতে যাঁদের সমস্যা রয়েছে, তাঁদের হৃদ্রোগের উপসর্গের মাত্রা প্রায় ৬ গুণ বেশি।
তবে যাঁরা হৃদ্রোগের মধ্যম মাত্রার ঝুঁকিতে রয়েছেন, তাঁদের কাঁধের সমস্যা কম দেখা গেছে।
এ গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিনে প্রকাশিত হয়েছে।
গবেষক হেগম্যান বলেন, ‘আমরা দেখেছি যে হৃদ্রোগের উপসর্গের মাত্রা বেশি হলে তা অস্থিসন্ধিতে সমস্যার মাত্রা বাড়িয়ে তোলে। তবে অস্থিসন্ধির এসব সমস্যা হৃদ্রোগের প্রাথমিক উপসর্গ নয়।’ তিনি বলেন, উচ্চ রক্তচাপসহ হৃদ্রোগের অন্য উপসর্গ নিয়ন্ত্রণের মাধ্যমে কাঁধের এ ধরনের সমস্যা দূর করা সম্ভব।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment