Thursday, March 16, 2017

হেপাটাইটিস-বি এর যে ১০টি লক্ষণ কখনোই অবহেলা করবেন না


“আপনি হেপাটাইটিস-বি পজিটিভ” বাক্যটিতে পজিটিভ কথাটি থাকলেও বিষয়টি মোটেও পজিটিভ না। প্রতি বছর লাখ লাখ মানুষ মারা যায় হেপাটাইটিস-বি তে আক্রান্ত হয়ে।

কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাওয়ার আগে সময়মতো এর লক্ষণগুলো বুঝতে পারলে মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাহলে চলুন এর লক্ষণগুলো সম্বন্ধে জেনে নিই-

হেপাটাইটিস-বি এর লক্ষণসমূহ

১। জণ্ডিস দেখা দিবে।

২। অ্যাবডোমিন বা তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা করবে।

৩। জ্বর হবে এবং সাথে সাথে মাথা ব্যথাও করতে পারে।

৪। অস্থিসন্ধিতে ব্যথা দেখা দিবে।

৫। খাবার গ্রহণের রুচি হারিয়ে যাবে।

৬। বমি বমি ভাব বা বমি হবে।

৭। শরীর দুর্বল হয়ে পড়বে এবং কোনো কাজে মন বসবে না।

৮। ত্বক এবং চোখের রং হলুদ হয়ে যাবে।

৯। মলের রং হালকা বা ফ্যাঁকাসে হয়ে যাবে।

১০। প্রস্রাব গাড় হলুদ বর্ণের হয়ে যাবে।


হেপাটাইটিস-বি হওয়ার কারণ

মূলত ভাইরাসের আক্রমণে এই সমস্যা দেখা দেয়। সুতরাং ভাইরাসের আক্রমণ যে সকল কারণে হয় সেসকল কারণেই হেপাটাইটিস-বি দেখা দেয়। যেমন-

১। আক্রান্ত মা গর্ভবতী হলে তার থেকে গর্ভের সন্তানের দেখা দেয়।

২। একই ইনজেকশনের সূচ বার বার ব্যবহার করলে।

৩। নিরাপদ যৌন মিলন না করলে।

৪। এই রোগের জীবাণু আছে এমন রক্ত দানের মাধ্যমে।

৫। একই টুথ ব্রাশ ব্যবহার করলে।

উপরে বর্ণিত লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হোন। সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়াও সম্ভব।

সৌজন্যে- আরএক্স-৭১ 

No comments:

Post a Comment