Friday, March 10, 2017
মুখগহ্বরে ক্যান্সার
মুখ, জিহ্বাসহ মুখগহ্বরের প্রতিটি অংশেই ক্যান্সার হতে পারে। নারী-পুরুষ উভয়েই এ ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে পারে।
তবে সাধারণত পঞ্চাশোর্ধ্ব বয়সী পুরুষদের এ ধরনের ক্যান্সার বেশি হয়। রোগের প্রাথমিক পর্যায়ে তেমন উল্লেখযোগ্য কোনো উপসর্গ নাও থাকতে পারে। অথবা আক্রান্ত স্থানে প্রথমে বিন্দু আকৃতির ছোট একটি ঘা বা পিণ্ড দেখা যেতে পারে। পরবর্তী সময়ে এর আকার বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে নানা উপসর্গও। খাবার খেতে সমস্যা, স্বাদ না পাওয়া, কথা বলতে সমস্যা, পরবর্তী সময়ে এমনকি মুখ খুলতেও কষ্ট হতে পারে। খেতে না পারায় শরীরের ওজন হ্রাস পেতে থাকে, পুষ্টির অভাব দেখা দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মুখের ক্যান্সার পার্শ্ববর্তী স্নায়ুতে প্রভাব ফেলে বলে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও ঘ্রাণশক্তির ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। ঠোঁট বা জিহ্বায় লাল বা সাদা ঘা দেখা দেয়। এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসায় সাফল্য লাভ সম্ভব। এ ছাড়া মুখের ক্যান্সার প্রতিরোধে ঝুঁকিপূর্ণ বিষয়, যেমন—ধূমপান, পান, সুপারি, জর্দা, গুল প্রভৃতি থেকে দূরে থাকতে হবে।
ডা. মুনতাসীর মারুফ
ক্রেডিট- কালের কণ্ঠ অনলাইন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment