যে ধূমপায়ীরা বর্তমানে কোথাও কাজ করছেন না, তাদের চাকরি পেতে সমস্যা হয় বলে উঠে এসেছে এক গবেষণায়। এতে আরও জানা গেছে, যখন ধূমপায়ীরা কোনো চাকরি পান তখন তারা অধূমপায়ীদের তুলনায় কম শেখেন। এতে তাদের পেশাগত উন্নতিও কমে যায়।
গবেষকরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এলাকায়। তারা দেখেন, অধূমপায়ীরা ধূমপায়ীদের তুলনায় ৩০ শতাংশ দ্রুত চাকরি পান।
নতুন গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে জেএএমএ ইন্টারনাল মেডিসিনে। এতে উঠে এসেছে ধূমপান শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করেনা, এটি আর্থিকভাবেও ক্ষতির কারণ হয়ে ওঠে। এ বিষয়ে গবেষণাপত্রটির প্রধান লেখক ও স্ট্যানফোর্ড প্রিভেনশন রিসার্চ সেন্টার ইন ক্যালিফোর্নিয়ার গবেষক জুড প্রচাস্কা বলেন, ‘গত ৫০ বছর ধরেই ধূমপানের স্বাস্থ্যগত ক্ষতির বিষয়টি প্রকাশিত হচ্ছে। কিন্তু নতুন গবেষণায় তথ্য পাওয়া গেছে যে, এটি আপনার কর্মক্ষেত্রে সাফল্যকেও বাধাগ্রস্ত করতে পারে এবং সম্ভবত আপনার আয় কমিয়ে দিতে পারে।’
এর আগের গবেষণায় দেখা গিয়েছিল ধূমপানের সঙ্গে চাকরি না পাওয়ার সম্পর্ক রয়েছে। কিন্তু নতুন গবেষণায় এ বিষয়ে আরও কিছু তথ্য জানা গেল।
এ গবেষণায় ২৫১ জন বেকারকে অন্তর্ভুক্ত করা হয় ২০১৩ থেকে ২০১৫ সালের মাঝে। তবে এতে ১৩১ জন দৈনিক ধূমপায়ী ও ১২০ জন অধূমপায়ী ছিলেন। এতে দেখা যায়, এ সময়ে ৫৬ শতাংশ অধূমপায়ী চাকরি পান। অন্যদিকে ধূমপায়ীদের মাঝে চাকরি পাওয়ার হার ছিল ২৭ শতাংশ। গবেষণায় দেখা যায়, এ সময়ে যারা চাকরি পেয়েছেন তাদের মাঝে ধূমপায়ীরা গড়ে ৫ ডলার কম বেতন পাচ্ছেন।
ধূমপায়ী ও অধূমপায়ীদের মাঝে এ পার্থক্য দেখা গেলেও ঠিক কী কারণে এ পার্থক্য তৈরি হচ্ছে, এ বিষয়ে তারা অনুসন্ধান করেননি। এ বিষয়ে গবেষক জুড প্রচাস্কা বলেন, ধূমপায়ীরা চাকরি খোঁজায় নানা কারণে অধূমপায়ীদের তুলনায় কম গুরুত্ব দেন। এ কারণে তাদের চাকরি সন্ধান পাওয়া কঠিন হয়ে যেতে পারে।
গবেষকরা জানাচ্ছেন, ধূমপান ত্যাগ করার পর চাকরি পাওয়ার প্রচেষ্টায় গতি ফেরে কি না, তা নিয়ে একটি অনুসন্ধান শুরু করতে যাচ্ছেন তারা। এতে ধূমপায়ীদের চাকরি না পাওয়ার বিষয়টিতে আরও তথ্য জানা যাবে এবং সমস্যা সমাধানে কাজে লাগবে বলে তারা মনে করছেন।
সৌজন্যে- কালের কণ্ঠ অনলাইন

No comments:
Post a Comment